পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি চলাকালীন ও পরবর্তী সময়ে দেশের আমদানি রপ্তানির কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস বেশ কিছু সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সমন্বিত উদ্যোগের মধ্যে রয়েছে, ঈদের ছুটির সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কাযর্ক্রম সার্বক্ষণিক (ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা ব্যতীত) চালু থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম কাস্টমস হাউস স্বাভাবিক সময়ের মতো খোলা থাকবে। এই লক্ষে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থার ন্যায় কাস্টমস বিভাগও সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। ঈদুল আজহার আগেই চট্টগ্রাম কাস্টমস বিভাগ কর্তৃক রাউন্ড দ্যা ক্লক কানেক্টিভিটিসহ একটি হট লাইন নাম্বারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের পক্ষে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সহকারী ট্রাফিক ম্যানেজার (শিপ অ্যান্ড ইয়ার্ড) কামরুল ইসলাম মজুমদারের মোবাইল নম্বর সার্বক্ষণিক চালু থাকবে। (মোবাইল নম্বর– ০১৭১৫–১৬৩৯৯৯)। এছাড়া বিভিন্ন স্টেকহোল্ডারগণের সমন্বয়ে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ কর্তৃক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের সাথে জরুরি ক্ষেত্রে যোগাযোগের জন্য বন্দরের টার্মিনাল ম্যানেজার মো. সাইফুল আলমের মোবাইল চালু থাকবে। (মোবাইল নম্বর–০১৮১৯–৩২১৫৬০)। টাস্কফোর্সের কাযর্ক্রম সার্বক্ষণিক সমন্বয়ের জন্য কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের অনুরোধে বিগত কয়েক বছর যাবত পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময়ে বিপুল সংখ্যক কর্মচারীকে অধিকাল ভাতায় নিয়োজিত করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা নেয়া হয়। কিন্তু সেই তুলনায় আমদানিকারকগণ বন্দর হতে পণ্য ডেলিভারি নেয়ার পরিমাণ খুবই নগণ্য। এ প্রেক্ষাপটে আশা করা যায়, সকল আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠন ঈদুল আজহার ছুটি চলাকালীন স্বাভাবিক সময়ের ন্যায় চট্টগ্রাম বন্দর হতে কন্টেনারজাত পণ্য ডেলিভারি নিতে পারবেন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনীত এফসিএল কন্টেনারসমূহের মধ্যে বিজিএমইএ’র কন্টেনারসমূহ ব্যতীত অন্যান্য সকল পণ্যবাহী এফসিএল কন্টেনার পরীক্ষমূলকভাবে ঈদুল আজহার পরবর্তী সময় হতে দুই মাসের জন্য অফডকসমূহে স্থানান্তর করে খালাস প্রদান করা হবে।