গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা গত পৌনে তিন মাসে সবচেয়ে কম। কোরবানির ঈদের পর দিনে এত কম সংখ্যক রোগী আর শনাক্ত হয়নি। কোরবানির ঈদের পরদিন ২ আগস্ট ৮৮৬ রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেদিন নমুনা পরীক্ষাও অনেক কম হয়েছিল। সেদিন পরীক্ষা হয়েছিল ৩ হাজার ৬৮৪টি নমুনা।
গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৯৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্ত রোগীর হার ৯ দশমিক ৯৫ শতাংশ। এই পর্যন্ত মোট ২২ লাখ ৪৬ হাজার নমুনা ৪৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বিকালের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন। খবর বিডিনিউজের।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। ২ আগস্টের আগে ১৬ মে শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে ছিল। সেদিন ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছিল। তারপর থেকে সংক্রমণের গতি বাড়ছিল।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ জন বেশি।
নতুন ১৯ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭৮০ জনে দাঁড়াল। এই সংখ্যা শনাক্ত মোট রোগীর ১ দশমিক ৪৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন হয়েছে। সুস্থতার হার ৭৮ দশমিক ৮৮ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ২ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।