রোজার ঈদে ভিন্ন আবহে হাজির হয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ব্যচেলররা। তাদের দেখা গিয়েছিল ‘ব্যাচেলর রমজান’ নাটকে। আসছে কোরবানির ঈদেও এই ব্যাচেলরা হাজির হবেন ‘ব্যাচেলর কোরবানি’তে।
বরাবরের মতো কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটিতে থাকছে শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাইরা। ‘ব্যাচেলর পয়েন্ট’র পুরো টিম নিয়েই চলছে শুটিং। খবর বাংলানিউজের।
ইতোমধ্যেই শুটিংয়ের ভিডিও নিজেই শেয়ার করেন নির্মাতা।
গতকাল বুধবার এক স্ট্যাটাসে তিনি জানান, ঈদের দিনেই প্রচার হবে ‘ব্যাচেলর কোরবানি’। অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’র এই বিশেষ পর্বে তুলে ধরা হবে কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে। এছাড়া ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে ইত্যাদি। নাটকটির মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। এ নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।