ঈদের ছবি আঁকছে হৃদি দিদির খাতার মাঝে
বাঁকা চাঁদটা উঠছে হেসে সোনা বরণ সাজে।
খুব সকালে করছে গোসল বৃদ্ধা শিশু নারী
খুশির আমেজ বইছে ঈদে গাঁও গেরামের বাড়ি।
মায়ে রাঁধছে মিষ্টি পায়েস সাথে পোলাও কোর্মা
এইসব খাবার খাচ্ছে বসে দিদি–দাদা– সুরমা।
আঁকছে হৃদি ঈদের মাঠে অনেক লোকের ছবি
বাবার সাথে মাঠে যাচ্ছে রবি,ডলি ববি।
নামাজ শেষে করছে সবাই কোলাকুলি মিলে
গরীব দুখীর নেই ব্যবধান আজকে কারো দিলে।
আঁকছে আরো ফুল পাখি আর প্রজাপতির মেলা
ঈদের দিনে সবাই মিলে করছে সুখে খেলা।
হঠাৎ করে দিদি এসে হৃদির খাতা নিলো
অমনি হৃদি খাতার জন্য কান্না করে দিলো।
কান্না শুনে মায়ে বলে কি হয়েছে হৃদি
হৃদি বলে ঈদের ছবি আঁকতে দেয়না দিদি?