ঈদের আগে দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়ও খোলা

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

কোরবানির ঈদের ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে এর বদলে মে মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই দুদিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়ও।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে দুই শনিবার প্রাথমিক বিদ্যালয় ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলো খোলা রাখতে বলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন বলেন, এ দুই শনিবার স্কুলগুলোতে ক্লাস ও শিক্ষা অফিসগুলোতে দাপ্তরিক কাজ চলবে। গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের পর ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। তবে বাড়তি ছুটির দুই দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সকল সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই ওই দুদিন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

পূর্ববর্তী নিবন্ধওভারপাস ফাঁকা, হাতিরা আসে না
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’