ঈদে মিলাদুন্নবীর (সা:) সার্থকতা উম্মাহ্‌র ঐক্যের মধ্যে নিহিত

বিভিন্ন স্থানে মিলাদ মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ : আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুন্নি কনফারেন্স গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রাউজান দারুল ইসলাম মাদরাসা সংলগ্ন মাঠে আয়োজিত সুন্নি কনফারেন্সে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আবু জাফর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী সুমন, ফয়েজ আহমেদ, রিয়াজ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন কাজীবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন আল কাদেরী, শায়ের মোহাম্মদ কামরুল। আবুল হাসেম ও মোহাম্মদ ইয়াসিন আরাফাতের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ রাশেদ, আসাদুল, কাজল, রসিদ, নুরুল আমিন, মুন্না, শাহিন, রায়দুল, জাহাঙ্গীর, রহমত উল্লাহ, সুলতান, রাসেল, সাইদুল প্রমুখ।

হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন : মাহে রবিউল আউয়ালে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও খানকায়ে আলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, ওয়ারেছিয়া, রহমানিয়া ও খায়রিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলার উত্তরপূর্ব হাইদগাঁও হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন আয়োজিত ১৪তম আজিমুশশান জশনে ঈদমিলাদুন্নবী (সা🙂 মাহফিল ১৯ সেপ্টেম্বর রাতব্যাপি হযরত ওয়ারেছ বিল্লাহ্‌ (রাঃ) সুন্নিয়া হেফজখানা এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে মেহমানে আ’লা ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে হাসনাইন, ইমামে তরিকত শাহসুফি সৈয়্যদ আবুল মাকচুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মা:জি:🙂। প্রধান বক্তা ছিলেন চ্যানেল আই’র কাফেলা অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক শহীদ শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর সর্বকনিষ্ঠ সন্তান হাফেজ ক্বারী মাওলানা ফুয়াদ আল মাহদী আল ফারুকী। তিনি বলেন, এই দিনে মুসলিমদের মধ্যে যে ঐক্যের মনোভাব তৈরি হয়, তা তাদের যেকোনো ধরনের বিভেদ ও অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে। মিলাদুন্নবীর দিনে তাঁর জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, যা উম্মাহকে তাঁর দেখানো পথে চলতে এবং ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়তে সহায়তা করে। ব্যারিস্টার তৌহিদুল আলমের (জনী) সভাপতিত্বে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাহফিল উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ মফিজ উদ্দীন নয়ন। বক্তব্য রাখেন বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হামিদ হাসান ফাহিম (ফারুকী) (মা.জি..), বিশিষ্ট আহলে বায়ত গবেষক ও মরমী সাধক শাহজাহান খান, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী প্রমুখ।

মাইজভাণ্ডার আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী : ফটিকছড়ি প্রতিনিধি জানান, মাইজভাণ্ডার শরীফে প্রতিবছরের ন্যায় ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ও মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী (২০ রবিউল আউয়াল) বাদ আসর থেকে মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী (.)। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউছিয়া ও শানে অছিয়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (.)। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেননেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাছান রেজা ক্বাদেরী, ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, সার্ক হিউম্যান রাইটস ফাউণ্ডেশন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতী সৈয়দ ছৈয়দুল বারী, গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আশরাফীয়া আলীয়া রজভীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোলায়মান আলী রেজভী, হালিশহর বিব্লক সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতী গোলাম রাব্বানী কাশেমী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতী ছৈয়দ অছিয়র রহমান ক্বাদেরীর শাহজাদা সৈয়দ আহমদ রেজা ক্বাদেরী, মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম। শানে গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী। অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর স্মৃতিচারণমূলক একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবারের আওলাদ সৈয়দ শহিদুল্লাহ ফারুকী ও সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, আমিরভাণ্ডার দরবারের আওলাদ সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মোরশেদ আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদ মোহাম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ মঈন উদ্দীন ফরহাদাবাদী, সৈয়দ জামাল উদ্দীন ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল হক ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী, সাতগাছিয়া দরবার শরীফের আওলাদ সৈয়দ মোহতাসিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী, আজিজীয়া দরবারের আওলাদ সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, হাফেজনগর দরবারের শাহজাদা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, বালু শাহ দরবারের আওলাদ শাহজাদা শহিদুল আলম সোহেল, আব্দুল গণি দরবারের আওলাদ অধ্যাপক সৈয়দ শফিউল গণি চৌধুরী, গায়েবী ধন দরবারের আওলাদ শাজজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী, হাশেমী দরবার শরীফের আওলাদ মাওলানা সৈয়দ খালেদুর রহমান হাশেমী, মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী প্রমুখ।

ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং : ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং, ওয়াটার ট্রান্সপোর্ট কার্গো এজেন্টস্‌ এসোসিয়েশন এবং ওয়াটার ট্রান্সপোর্ট লোকাল এজেন্টস্‌ এসোসিয়েশনএর উদ্যোগে ২০ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২ টয় আগ্রাবাদ কনভেনশন সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, দোয়া ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাপরিচালক (ডিজি শিপিং) শফিউল বারী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং এর সভাপতি হাজী শফিক আহমেদ, ওয়াটার ট্রান্সপোর্ট কার্গো এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি বেলায়েত হোসেন, ওয়াটার ট্রান্সপোর্ট লোকাল এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি আজিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, প্রধান প্রকৌশলী (ডিজি শিপিং) মঞ্জুরুল কবীর, রাজনীতিবিদ নিয়াজ খান, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন দীপ্তি, মোহাম্মদ সালাউদ্দিন, ফজলুল হক সুমন, শাহজাহান কবির শাহিন, ব্যাবসায়ী নেতা হাজী মাসুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন ইনল্যান্ড ভেসেল ওনার্স এর সহসভাপতি অমল চন্দ্র দাশ, সহসভাপতি পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক নরুত্তম শাহা পালাশ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাশ, সার্বিক সহযোগিতায় ছিলেন ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং এর অর্থ সম্পাদক আবু বক্কর। দোয়া মাহফিলে বক্তারা বলেন, রবিউল আউয়াল মাসে আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেন। মুসলিম উম্মাহর কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। তার এই আগমনে সবাই আনন্দিত হয়েছিল। কেন না তার আগমনে সমাজ থেকে দূর হয়েছিল সব কুসংস্কার।

বাকলিয়া গুল সাহারা স্কুল এন্ড কলেজ : চকবাজার বাকলিয়া গুল সাহারা স্কুল এন্ড কলেজের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল গত বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর স্কুল ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। গুল সাহারা স্কুল এন্ড কলেজ এর পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা হযরতুলহাজ্ব আল্লামা কাযী মুহাম্মদ তোহা হাশেমী নক্বশবন্দী (মু,জি,)

এতে আরো ওলামায়েকেরাম,গুল সাহারা স্কুল এন্ড কলেজ এর শিক্ষক,স্‌হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আখেরী মোনাজাত ও তবারুক বিতরনের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই যুবকের মৃত্যু