ঈদে মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণভাবে উদযাপনে সিএমপির মতবিনিময়

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদমিলাদুন্নবী (.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এ সময় তিনি পবিত্র মিলাদুন্নবী (🙂 উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া, উপপুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী () উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিম আমদানির সুফল কারা পাবেন?
পরবর্তী নিবন্ধতিন ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি