ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি গতকাল থেকে শুরু হয়েছে। চট্টগ্রামে দূরপাল্লার সবগুলো বাস কাউন্টারে গতকাল কম বেশি যাত্রী দেখা গেছে। তবে গতকাল প্রথম দিনে তেমন বেশি ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। হানিফ কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা বিক্রয় কর্মীর সাথে কথা হলে তিনি জানান, সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যবারের তুলনায় এবার কাউন্টারগুলোয় ভিড় কিছুটা কম।

সরেজমিনে হানিফ, শ্যামলী, এনআর ট্রাভেল, এবং গ্রীন লাইনসহ বেশ কয়েকটি পরিবহনের কাউন্টার ঘুরে দেখা যায় টিকিট বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। যাত্রীরাও তাদের গন্তব্য এবং পছন্দমত বাসের টিকিট কাটতে পারছেন। কুড়িগ্রামের রাশেদ টিকিটের জন্য শ্যামলী কাউন্টারে এসেছিলেন। তার প্রয়োজন ছিল ২০ এপ্রিলের টিকিট। তিনি টিকিট পেয়ে খুশি। আন্তঃজেলা বাস মালিক সমিতির মহাসচিব প্রফেসর কফিল উদ্দিন আহমদ আজাদীকে বলেন, আমরা শুক্রবার (গতকাল) সকাল থেকে বাসের অগ্রিম টিকিট দিয়েছি যাত্রীদের কাছে। তবে প্রথম দিন তেমন চাপ ছিল না। যাত্রীরা স্বাচ্ছন্দে টিকিট নিতে পেরেছেন। বৃষ্টি না হলে এবার ঈদ যাত্রা ভালোই হবে। যাত্রীরা ভালোভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরতে পারবেন। ঈদে অন্যান্যবারের মতো এবারও প্রতিদিন চট্টগ্রাম থেকে ৩০ হাজার থেকে ৪০ হাজার যাত্রী যেতে পারবেন। ২০ হাজারের মতো যাত্রী শহরে আসবেন। চট্টগ্রাম থেকে ৫০ থেকে ৬০টি রুটে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ গাড়ি যাবে যাত্রী নিয়ে। আরো একদুইদিন পর ভিড় বাড়বে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে মিনি ট্রাক-টেক্সি মুখোমুখি সংঘর্ষ
পরবর্তী নিবন্ধরেল স্টেশন ফাঁকা, অনলাইনেই বিক্রি