দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনে মানুষ নামাজ আদায় করে শিশুদের নিয়ে ঘুরতে বের হয়। চিড়িয়াখানা, পার্কগুলোয় মানুষের উপচেপড়া ভিড় থাকে। প্রতিবছর এমনটাই হয় নগরীর সব বিনোদনকেন্দ্রে। তবে এবারের চিত্র একেবারই আলাদা। করোনার বিধিনিষেধে বন্ধ নগরীর চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র। কাজীর দেউড়ির শিশু পার্ক, ফয়েজ লেক ও চিড়িয়াখানা ঘুরে জনশূন্য ছবিগুলো ধারণ করেছেন ফটোগ্রাফার সোহেল রানা।