আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে ঈদে পছন্দের পোশাক না পেয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তার নাম সায়মা আকতার (১৫) বলে জানা গেছে।
সোমবার (৩ মে) বিকাল ৫টার দিকে চাঁপাতলী এলাকায় এ ঘটনা ঘটে। বাংলানিউজ
কিশোরীটি ঐ এলাকার আইয়ুব আলীর মেয়ে।
ঈদে পছন্দের পোশাক না পেয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ।
তিনি জানান, পছন্দের পোশাক না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে সায়মা আকতার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহটি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছিল কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।