ঈদে জাহাজ চলবে দিনে ৪ বার

সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুট

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ঈদে ঘরমুখো মানুষের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুটে এম.ভি আইভি রহমান জাহাজ দিনে দুবার করে যাওয়া-আসা করবে। ঈদের আগে ও পরের ৩ দিন গুপ্তছড়া ঘাট ও কুমিরা ঘাট থেকে দুবার করে ছেড়ে যাবে জাহাজটি। গতকাল রোববার দুপুরে সন্দ্বীপের নৌ যাতায়াত নিয়ে বিআইডব্লিউটিসির সাথে সাধারণ যাত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিআইডব্লিউটিসির চট্টগ্রাম সদরঘাট কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যাত্রীদের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ নোমান, কাজী জিয়া উদ্দিন সোহেল, খাদেমুল ইসলাম, ইকবাল ইবনে মালেক, সাইফুল ইসলাম রাহাদ, কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত যাত্রীদের দাবির প্রেক্ষিতে ঈদের আগে ও পরের ৩ দিন এম.ভি আইভি রহমান জাহাজ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট ও চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে দুবার করে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদার।
এছাড়া শিপে উঠানামায় শিশু, মহিলা ও বয়স্কদের সহায়তা করার জন্য স্কাউট, বিএনসিসি, সিপিপিসহ সেচ্ছাসেবীদের কাজে লাগানোর দাবি জানালে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্তরিকতা প্রকাশ করা হয়। তবে এ মুহূর্তে বিআইডব্লিউটিসির কাছে কোনো সিট্রাক না থাকায় জাহাজে উঠানামার ক্ষেত্রে সন্দ্বীপের যাত্রীদের জন্য এটির ব্যবস্থা করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করেন উপস্থিত টিসির কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখের শুরুতে বৃষ্টি নেই, গরম লাগছে বেশি
পরবর্তী নিবন্ধগরম পানিতে ঝলসে সাবেক ক্রিকেটারের মৃত্যু