ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যের চাল : খাদ্য উপদেষ্টা

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রোজার ঈদের আগে এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, আগামী মার্চ ও এপ্রিলে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল সোমবার খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআজ লালদীঘি ময়দানে মহানগর জামায়াতের সমাবেশ