ঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

প্রাণাধিক প্রিয়নবীর (সা.) শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে ঢাকা জিপিও জিরো পয়েন্ট হতে শুরু হয়ে প্রেস ক্লাব সম্মুখ হয়ে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গণে এসে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান। শতাধিক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুনজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম। বক্তাগণ বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞানবিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্যিকদের শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নেওয়া জরুরি
পরবর্তী নিবন্ধইনসাফভিত্তিক রাষ্ট্রগঠনে ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে