ঈদগাঁওয়ে ট্রাফিক ব্যবস্থায় অচলাবস্থা : জনবল শূন্য, দায়িত্বে শুধু কনস্টেবল

ঈদগাঁও প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ১২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রতিদিনই চরম যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এই দুর্ভোগ আরও বাড়লেও ট্রাফিক বিভাগে জনবল সংকট প্রকট। সংশ্লিষ্ট সার্জেন্টকে সচরাচর দেখা না গেলেও বৃদ্ধ কনস্টেবল রাম প্রসাদ একাই প্রায় সব দায়িত্ব সামলাচ্ছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, যানজটের প্রধান কারণ হলো অবৈধ পার্কিং। ঈদগাঁও স্টেশন, বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাক, পিকআপ, সিএনজি ও ইজিবাইক যত্রতত্র দাঁড়িয়ে থাকে। এতে সড়ক সরু হয়ে যায় এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়।

স্কুলছাত্রী নাবিলা আক্তার বলেন, “প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়। রাস্তার ভিড় আর পার্কিংয়ের কারণে হাঁটতেও কষ্ট হয়।”

নবম শ্রেণির ছাত্র সাদিকুর রহমান জানান, “যানজট তো আছেই, তার সঙ্গে পার্কিংয়ের ঝামেলায় অবস্থা আরও খারাপ। সার্জেন্টকে কখনো দেখি না, শুধু কনস্টেবল রাম প্রসাদকে নিয়মিত দেখি।”

বাজারের ব্যবসায়ী ফজলুল করিম বলেন, “মাল আনতে গেলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। এতে প্রতিদিনই ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছি।”

উপজেলায় বর্তমানে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে প্রায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমও দ্রুত বাড়ছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই তুলনায় উন্নত হয়নি।

একটি সূত্র জানিয়েছে, জনবল সংকটই এ সমস্যার মূল কারণ। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তব্য জানতে ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট শান্তময়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আজাদী প্রতিবেদক পুলিশ বক্সে গেলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, যানজট নিরসনে অবিলম্বে পর্যাপ্ত ট্রাফিক জনবল নিয়োগ, দায়িত্বে গাফিলতি রোধ এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় চিংড়ি ঘেরের দখলের বিরোধে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ সোসাইটির ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন