ঈদগাঁওতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কুপোকাত আকছা ফুড ও আল হেরা রেস্তোরাঁ

ঈদগাঁও প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ৬:০৮ অপরাহ্ণ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে রীতিমতো হুঁশিয়ারি খেয়ে গেল ঈদগাঁওয়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে আকছা ফুড-কে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ডের দায়ে ৫,০০০ টাকা, ফুলকলি-কে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে ২,০০০ টাকা এবং আল হেরা রেস্তোরাঁ-কে একই অপরাধে ৫,০০০ টাকা সহ মোট ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ। এ সময় ঈদগাঁও থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

এই কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন—জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন, টেনশনে স্ট্রোক করে স্বামীর মৃত্যু !