ঈদগাঁওতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু, দুই ব্যবসায়ী আহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব ভোমরিয়া ঘোনা এলাকায় গণপিটুনিতে আবু বক্কর ভুট্টো (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল শনিবার ভোররাতে ঈদগাঁওঈদগড় সড়কের জনি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ভুট্টো ঈদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধইল্যাঝিরি এলাকার ছৈয়দ নুরের ছেলে। এ ঘটনার আগে ডাকাত দলের হামলায় ২ ব্যবসায়ী আহত হয়েছে। তারা হলেন ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ঢালার মুখ এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে ব্যবসায়ী সাহাব উদ্দিন ও একই এলাকার রুহুল আমিন। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, রাত ৩টার দিকে নিহত ভুট্টোসহ আরো ৫/৬ জন ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করছিল। ওই সময় পূর্ব গজালিয়া ঢালার মুখ এলাকার ব্যবসায়ী সাহাব উদ্দিনসহ তার দুই সহযোগী বাড়ি ফেরার পথে তাদের থামিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। পরে ডাকাতদের চিনতে পেরেছে বলে চিৎকার দিয়ে মোটরসাইকেল জোরে চালিয়ে পালিয়ে যায় সাহাব উদ্দিন। ওই সময় সাহাব উদ্দিনের পিছনে থাকা রুহুল আমিনকে সজোরে কোপ দিলে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থল থেকে কিছু দূর গিয়ে সড়কে পড়ে যায় বাইকটি। পরে ঘটনার বিষয়টি মুঠোফোনে এলাকাবাসীকে জানালে শত শত লোক জড়ো হয়ে ডাকাতদের আস্তানায় হানা দিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে আবু বক্কর ভুট্টো মারা যায়। এ সময় অন্য ডাকাতরা পাহাড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে গতকাল সকালে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কঙবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং ময়নাতদন্ত শেষে নিহত ভুট্টোর বোনকে লাশ হস্তান্তর করেন। নিহত এবং আহতদের পরিবার মামলা দায়ের করলে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ওসি শুভ রঞ্জন চাকমা আরো বলেন, নিহত আবু বক্কর ভুট্টো চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার পরিবারের সবাই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচার বছরে পাইলিং ছাড়া হয়নি ভবনের কিছুই
পরবর্তী নিবন্ধআন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল না, লাশ ঝুলিয়েও রাখা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী