কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে বিদায়ী ওসি মো. মছিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এর আগে ঈদগাঁও থানায় কোনো নারীকে ওসি হিসেবে পদায়ন করা হয়নি। ফলে তার এ যোগদানের মধ্য দিয়ে থানাটিতে নতুন ইতিহাস সৃষ্টি হলো।
ফরিদা ইয়াসমিন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে আফ্রিকার মালি ও কঙ্গোতে দুই দফায় দায়িত্ব পালন করেছেন। মিশন শেষে তিনি ঈদগাঁও থানায় পদায়ন হন। ২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিদর্শক পদে উন্নীত হন তিনি।
কক্সবাজার জেলার নয়টি থানায় বর্তমানে যেসব কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে ফরিদা ইয়াসমিন সিনিয়র পর্যায়ের কর্মকর্তা।
২০২০ সালে কক্সবাজার সদর থেকে আলাদা হয়ে গঠিত হয় ঈদগাঁও থানা। ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও সদর ইউনিয়ন এ থানার আওতায় রয়েছে।
যোগদানের পর অনুভূতি জানিয়ে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এটা সত্যিই অপ্রত্যাশিত। কক্সবাজারে প্রথম পদায়ন হয়েই ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। সেবা ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”