সুস্থধারার তথ্য ও বিনোদনমূলক ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ৭ দিন বিকাল ৫টা ১৫ মিনিটে। এছাড়াও ঈদের আগের দিন চাঁদ রাতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অন্যরকম ঈদ’ ম্যাগাজিনের বিশেষ পর্ব। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। একটি বিশেষ স্কিডে অংশ নিবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শফিক খান দিলু, হায়দার আলী ও শাহীন খান।
ঈদের ৭ দিনই সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, কাজল, জিল্লুর, আবদুল আজীজ, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকারসহ অনেকেই।