ঈদ উপহার নিয়ে ১০০০ পরিবারের পাশে মেয়র

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহারসামগ্রী পেল ১০০০ দুস্থ পরিবার। গতকাল বুধবার কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সহযোগিতায় এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে মেয়র ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কার্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন করেন।

এ সময় মেয়র রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দ উদযাপনে অভাবগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

উপহার অনেকে জানিয়েছেন মেয়র তাদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উপহার নিয়ে এগিয়ে আসায় তারা মেয়রকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, প্রকৌশলী ফরহাদুল আলম, আওয়ামী লীগ সভাপতি বাবু স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আবদুল হাই, আবদুল হাকিম, তারেক সর্দ্দার, জহিরুল হক বাবুল, মো. ইলিয়াছ, আবদুল মাবুদ, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দীন আহমেদ, তাজ উদ্দীন রিজভী, জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন মো. হোসেন, জুবায়ের কাকী, মাসুদ করিম, ইশতেহার উদ্দীন পারভেজ, আফসার উদ্দীন আহমেদ, ওসমান গনি বাবলু, মিজানুর রহমান, এ বি এম গিয়াসুদ্দিন, ওসমান গনি মানিক, ফজলে হাসান চৌধুরী, এনামুল হক, আবদুল মতিন, তারাপদ দাশ, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, আলাউদ্দীন বাপ্পী, মিনারুল ইসলাম মিনু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ থানা ছাত্রসেনার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজে দুই হাজার ৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১