ঈদ উপহার নিয়ে দুই হাজার পরিবারের পাশে মেয়র

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর উপহার সামগ্রী পেল দুই হাজার দুস্থ পরিবার। গতকাল মঙ্গলবার কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সহযোগিতায় এই উপহার তুলে দেন চসিক মেয়র। এসময় মেয়র তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ উদযাপনে অভাবগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, শফিকুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ, শেখ দেলোয়ার হোসেন, আনজুমান আরা, সরুত কুমার চৌধুরী, সাধন সিংহ, হাবিবুল আলম পেয়ারু, মিজানুর রহমান, তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী, সিমা আহমেদ, কুলসুম মজুমদার, কহিনূর আক্তার, কামরুন নাহার তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোমান পরিচ্ছন্ন রাজনৈতিক তাকে বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার