ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে হাটহাজারী আলোকন সংঘ

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:০৫ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে হাটহাজারী আলোকন সংঘ।
গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় হাটহাজারী আলোকন সংঘ ৭ উইকেটে মাদারবাড়ী ক্রীড়া চক্রকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
বিজয়ী দলের আলম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথি বেসরকারী কারাপরির্দশক আজিজুর রহমান ও সাবেক ক্রিকেটার মাহাবুবুল করিম মিঠু।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের ফাইনালে শেখ ফজলুল হক মনি দল
পরবর্তী নিবন্ধবাবাকে হত্যা করা হয়েছে : শফিপুত্র