বান্দরবানে ইয়ুথ্ ব্লাড ডোনার গ্রুপের এক যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার যুগপূর্তি উৎসবে করোনা পরিস্থিতিতে মানব সেবায় এগিয়ে আসা সংগঠন এবং ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সংগঠনের সভাপতি আহ্সানুল আলম রুমু সভাপতিত্বে স্থানীয় অরুন সারকী টাউনহল মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদ্দুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মিনারুল হক। এতে সঞ্চালক ছিলেন ইয়ুথ্ ব্লাড ডোনা গ্রুপের সাধারণ সম্পাদক এন এ জাকির।