ইয়ামালের ১০ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

লামিনে ইয়ামালের হাতে এইতো গেল বুধবার আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বার্সেলোনা, এরই মধ্যে ক্লাবটির আয়ে এর অভাবনীয় প্রভাব পড়তে শুরু করেছে। কাতালান ক্লাবটির হয়ে অভিষেক থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ইয়ামাল। গত মৌসুমে ক্লাবের ঘরোয়া ট্রেবল জয়ে রাখেন দারুণ ভূমিকা। জাতীয় দলের হয়েও একই ছন্দে ছুটছেন এই স্প্যানিয়ার্ড। সব মিলিয়ে ১৮ বছর বয়সেই বড় তারকা হয়ে উঠেছেন তিনি। গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করে বার্সেলোনা। আর গত সপ্তাহে তাকে ১০ নম্বর জার্সি দেয় ক্লাবটি। যে জার্সি পরে ক্লাবের ইতিহাসের সেরা হয়ে উঠেছেন মেসি। তার আগে এখানে এই জার্সি পরে খেলেছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা। ইয়ামালের নাম লেখা ১০ নম্বর জার্সি একসঙ্গে ক্লাবের অফিসিয়াল দোকান ও অনলাইনে ছাড়ে বার্সেলোনা। এরপরই শুরু হয়ে যায় তা নিয়ে কাড়াকাড়ি। আর্জেন্টাইন মহাতারকা মেসির জার্সির নিয়েও এতটা পাগলামি দেখা যায়নি ক্লাবটির সমর্থকদের মাঝে। এএস এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জার্সি বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই আয়ের অঙ্ক এক কোটি ইউরো ছাড়িয়ে গেছে! বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ নম্বর জার্সি পরবেন ইয়ামাল। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ১০৬ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল।

পূর্ববর্তী নিবন্ধযে-জীবন কবিতার
পরবর্তী নিবন্ধআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিন ফাইনালও ইংল্যান্ডে