চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে ১ মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির নাম লাকি আকতার (৩২)। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে সেনাবাহিনীর টহল টিম গত মঙ্গলবার রাতে দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকার কলোনীতে অভিযান চালায়। এ সময় স্থানীয় শাহাবুদ্দিনের বাড়ি থেকে লাকি আকতারকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। আটককৃত লাকি ডাক বাংলো এলাকার জাফর আহমদের মেয়ে।












