ইয়াবাসহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোহাম্মদ আবু কাসেম (৩৮) ও মো. আইয়ুব (৩০) নামে দুই ব্যক্তিকে ১শ পিচ ইয়াবাসহ আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯ ওয়ার্ডের খন্দকিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১শ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গতকাল কোর্ট হাজতে প্রেরণ করা হয় আটককৃতরা হলেন কুতুবদিয়া থানার ২ নং ধূরুং ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের পুত্র আবু কাসেম ও লোহাগাড়া থানার ৫ নং ওয়ার্ডের চরম্বা ইউপির কলোয়ার পাড়ার আলি আহমদের পুত্র আইয়ুব।

পূর্ববর্তী নিবন্ধনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধরং মেশানোর সময় ১শ কেজি মাছ জব্দ, মাটি চাপা