দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হওয়া নগরীর পতেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী নুরুল আবছারকে এবার মাদক মামলার রায়ে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জহির উদ্দিন এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসব জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত নুরুল আবছার নগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণপাড়ার বদিউল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুন পতেঙ্গা নেভাল রোডের চায়নিজ ঘাটের সামনে থেকে বস্তাভর্তি ৪০ বোতল মদসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এরপর পতেঙ্গা থানার এএসআই তরুণ কান্তি শর্মা বাদী হয়ে মামলা দায়ের করে। মদসহ গ্রেপ্তারের মামলায় পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে সোমবার যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জহির উদ্দিন রায় ঘোষণা করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ বড়ুয়া বলেন, পতেঙ্গা থানার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোমবার আদালত রায়ে মাদক ব্যবসায়ী নুরুল আবছারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদিকে ২০১৮ সালের ওই মামলায় জামিনে এসে চট্টগ্রাম বিশেষ জজ আদালতে পতেঙ্গা থানার তৎকালীন ওসিসহ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে নুরুল আবছার। আদালত তার আবেদন গ্রহণ করে দুদককে তদন্ত করার নির্দেশ দেয়। দীর্ঘ তদন্তে দুদক ঘটনার সত্যতা না পেয়ে ‘মিথ্যা অভিযোগ’ উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন। পাশাপাশি মিথ্যা অভিযোগ করায় নুরুল আবছারের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকার পর গত ৯ ফেব্রুয়ারি নুরুল আবছারকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র মহানগর স্পেশাল দায়রা জজ আশফাকুর রহমানের আদালত।