ইয়াবা কারবারিদের ছুরিকাঘাতে ২ পুলিশ কর্মকর্তা আহত

নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান

নাইক্ষ্যছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

মাদকবিরোধী অভিযানে গিয়ে দুই শীর্ষ মাদক কারবারির হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোজাম্মেল ও খাদেমুল। জানা যায়, গতকাল বুধবার ভোর ৪টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারার বড়ুয়া পাড়ার সুনিল বড়ুয়ার বাড়ির সামনে থেকে ২০০ ইয়াবাসহ দুই শীর্ষ ইয়াবা পাচারকারিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার হাকিম আলীর পুত্র আলমগীর (২৪) ও একই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র হাসেম উদ্দিন (৪৬)। ইয়াবাসহ গ্রেপ্তার দুই শীর্ষ ইয়াবা কারবারিদের ছুরিকাঘাতে এসআই মোজাম্মেল ও খাদেমুল নামের দুই পুলিশ অফিসার আহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি আজাদীকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন উপজাতীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাাহিনী
পরবর্তী নিবন্ধসরকারি সিটি কলেজ বাংলা মাস্টার্স প্রাক্তনদের পুনর্মিলনী