ইয়াবা উদ্ধার মামলায় রোহিঙ্গার কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীর সিনেমা প্যালেস এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. মফিজ আলম (পলাতক) নামের এক রোহিঙ্গাকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের সোনা আলীর ছেলে। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী উমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সিনেমা প্যালেস থেকে এক হাজার পিস ইয়াবাসহ মফিজ আলমকে গ্রেপ্তার করে মাদকদ্রবব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১১ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে দাওয়াতে খায়র ইজতেমা কাল
পরবর্তী নিবন্ধসরফভাটা থমথমে থানায় মামলা