নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী থেকে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কাভার্ডভ্যান চালক মো. আবদুল আজিজ ও তার সহকারী মো. জুয়েল। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচার এ রায় ঘোষণা করেছেন। আদালত সূত্রে জানায়, ২০২০ সালের ১২ মে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার জমজম আইচ ফ্যাক্টরির সামনে থেকে ৪৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ আবদুল আজিজ ও মো. জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ইয়াবা পাচারে ব্যবহার করা একটি কাভার্ডব্যান জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব–৭ এর পক্ষ থেকে মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে থানা পুলিশ দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে গত বছরের ১৩ জানুয়ারি চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।