ইয়াবা উদ্ধার মামলা দুই যুবকের ৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

নগরীর ইস্পাহানী মোড়ের সিডিএ এভিনিউ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই যুবককে (পলাতক) ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কক্সবাজার জেলার সদর থানার কুতুবদিয়া পাড়ার ফকির মোহাম্মদের ছেলে আব্দুর রহিম ও বরগুনা জেলার বেতাগী থানার কাজিরবাদ এলাকার মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. মিলন প্রকাশ রকি। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর নগরীর কোতোয়ালী থানাধীন ইস্পাহানী মোড়ের সিডিএ এভিনিউ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম ও মো. মিলন প্রকাশ রকিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ ভূইঁয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে চায় নেপাল
পরবর্তী নিবন্ধনতুন প্রধানমন্ত্রী হয়েই ভুল শুধরানোর অঙ্গীকার সুনাকের