ইয়াছিন শাহ স্কুলে চার তলা ভবন করবেন প্রাক্তনরা

সাংবাদিক সম্মেলনে ঘোষণা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

হযরত ইয়াছিন শাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নির্মাণ করবে স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি চারতলা ভবন। আগামী ৭ জানুয়ারি শুক্রবার ভবনের ভিত্তি স্থাপন করবেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল বুধবার সকালে কলেজ চত্বরে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের গঠিত কমিটির সদস্য সচিব জিয়াউল হক সুমন সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন। প্রধান বক্তা থাকবেন সিএজি মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ড.সুলতান আহমেদ, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করবেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজিম।

পূর্ববর্তী নিবন্ধঅনিল চৌধুরী
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সাংবাদিক ওসমানুল হক স্মরণসভা