গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার সংগঠনের পটিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা এয়াছিন খাঁনের সভাপতিত্বে ও আমান উল্লাহর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা রেজাউল করিম ইয়াকুবি। উদ্বোধক ছিলেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ। এতে প্রধান বক্তা ছিলেন ব্যাংকার জাফর আলম ছিদ্দিকী। সংবর্ধিত অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ডালিম, চেয়ারম্যান মোহাম্মদ ফৌজুল কবির কুমার, চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল ইসলাম শানু, চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ নুর ছোবহান, ইউপি সদস্য মো. মাহমুদুল হক, মো. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মো. আব্দুর রহিম, ইউপি সদস্য মো. মামুন উদ্দিন, ইউপি সদস্য রুমা আক্তার। প্রধান অতিথি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাড়াতে হবে। তাই সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।