ইয়ং স্টার ক্লাবের প্রথম জয়

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে এলিট পেইন্টকে পরাজিত করে। টসে জিতে এলিট পেইন্ট প্রথমে ব্যাট করতে নামে। ৪২.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে ওপেনার সানি দাশ তিনি ১১২ বল খেলে ৬৪ রান সংগ্রহ করেন। এছাড়া রাশেদুল হক বাবু ১৬ এবং হারুনুর রশিদ ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। ইয়ং স্টার ক্লাবের পক্ষে আমির হোসেন ১১ রানে ৪টি উইকেট দখল করেন। মোস্তফা রাফি ১৬ রানে পান ২টি উইকেট। ১টি করে উইকেট নেন ফাহিম পারভেজ,আরমান চৌধুরী এবং নয়ন নাথ নিরব। জবাব দিতে নেমে ইয়ং স্টার ক্লাব ২৯.৪ ওভার খেলে জয়ে পৌঁছে যায়। তারা ৪ উইকেটে ১২০ রান তুলে নেয়। দলের পক্ষে ফাবিয়ান মোস্তফা ৪১ রানে অপরাজিত থাকেন। এছাড়া বিপন কান্তি দাশ ২৯ এবং আরমান চৌধুরী ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। এলিট পেইন্ট দলের তাহজিব আলম মারুফ ২টি, হারুনুর রশিদ এবং ইশমাম আহমেদ রাকিব ১টি করে উইকেট নেন। আজকের খেলা: কল্লোল সংঘ গ্রিণ বনাম বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধকপিলা হয়ে আসছেন মানসী প্রকৃতি
পরবর্তী নিবন্ধদুটি ভিন্ন গ্রুপে শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ