বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল অংশগ্রহণ করছে। চট্টগ্রামের ১৮ সদস্যের অনূর্ধ্ব–১৮ ক্রিকেট দল আজ ২৩ ডিসেম্বর সকাল ৭ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত খেলোয়াড়রা হলেন: মো. মিফতাহুল ইসলাম চৌধুরী, মো. আবিদ, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মো. জুনায়েদ হোসেন, মো. আদিল চৌধুরী, মো. সামিউল আউয়াল, মো. হাবিবুল ইসলাম, মো. মিনহাজুল হক রাহাত, মো. মহিন আহমেদ, ইমরান হোসেন সামি, তন্ময় সূত্রধর তপু, ফাইরিব হুমায়ুন অহন, মো. আরাফ হোসেন, আশরাফুল ইসলাম, কাজী আবদুল্লাহ সায়েম।
স্ট্যান্ডবাই: মো. আবদুল বারী রাহান, শামসুদ্দোহা চৌধুরী ঈশান, আকিবুল ইসলাম সানি। চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৪ ক্রিকেট দলের ম্যানেজার মনোনীত হয়েছেন সিজেকেএস কাউন্সিলর সোহেল আহম্মেদ। কোচ হিসেবে শাহ মাহফুজুর রহমান পল্লব ও সহকারী কোচ হিসেবে সোহেলুর রহমান পিন্টু মনোনীত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










