বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চট্টগ্রাম জয়লাভ করেছে। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা ৬৪ রানে চাঁদপুর জেলাকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামে। ৪০.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১১২ রান সংগ্রহ করে। শুরুতেই ওপেনার তানজীম মাহবুব কোন রান না করেই বিদায় নেন। অপর ওপেনার নওশাদ আল ফাহিম ১৭ রান করেন। অন্যদের মধ্যে সুমন মিয়া ১২,রাতুল ইরফান ২২,হিমেল আল মাহমুদ ২২ এব রেজাউল হোসেন ১০ রান করেন। ফরহান বিল্লাহ এবং রহমত উল্লাহ যথাক্রমে ৭ এবং ৮ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ১৩ রান।
চাঁদপুর জেলার তানভীর হাসান এবং নাসিক আহমেদ প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া অনুরাগ মিত্র এবং তনয় পাঠান ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে চাঁদপুর জেলা সুবিধা করে উঠতে পারেনি। ২৩ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ফেলে তারা মাত্র ৪৮ রানে। শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। চাঁদপুরের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৫ থেকে। এছাড়া ব্যাটার আবদুল মোতালেব ১০ রান করেন। বাকিদের কেউই দ্বি-অংকের ঘরে যেতে পারেনি। চারজন কোন রান না করেই বিদায় নেন। চট্টগ্রাম জেলার সুমন মিয়া ৯ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রেজাউল হাসান ৫ রান দিয়ে ২টি, ওয়াকিউদ্দিন ১১ রান দিয়ে ২টি এবং রাতুল ইরফান ৮ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। চট্টগ্রাম পরের খেলায় বান্দরবান জেলার বিপক্ষে খেলবে।