হ্যান্ডবল খেলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং এই খেলা আরো প্রসারের লক্ষ্যে এক ঝাঁক নিবেদিত প্রাণ তরুণ খেলোয়াড় নেমেছেন মাঠে। এ লক্ষ্যে তাঁরা গঠন করেছেন হ্যান্ডবল একাডেমি, চট্টগ্রামের মতো প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় আজ ২৮ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। দুপুর ২.৩০টায় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ইনডোর মাঠে বালক বালিকাদের নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম ও বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি টি লিমিটেড চট্টগ্রাম এর উইং ম্যানেজার নুর নবী। ১১টি বালক এবং ৯টি বালিকা মোট ২০টি স্কুল এবারের হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গ্রুপ পর্যায়ে এ খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো সেমিফাইনাল খেলায় অংশ নেবে। এ থেকে সেরা দল দুটি ফাইনাল খেলবে। বালকদের স্কুলগুলো হচ্ছে : ‘ক’ গ্রুপ– সি এম পি স্কুল এন্ড কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ‘খ’ গ্রুপ– চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মীর্জা আহমেদ ইস্পাহানি স্কুল, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। ‘গ’ গ্রুপ– নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লিডার্স স্কুল এন্ড কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়। ‘ঘ’ গ্রুপ– টাইগার পাস বহুমূখী উচ্চ বিদ্যালয়, শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট। বালিকাদের স্কুলগুলো হচ্ছে : ‘চ’ গ্রুপ– চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লিডার্স স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। ‘ছ’ গ্রুপ– চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। ‘জ’ গ্রুপ– ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়। ‘ঝ’ গ্রুপ–প্রবর্তক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে গার্লস এমপ্লয়ীজ হাইস্কুল। ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংভাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন করেন হ্যান্ডবল একাডেমি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং সাবেক কৃতী খেলোয়াড় মোহাম্মদ মারুফ। তিনি জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলগুলোর খেলোয়াড়দের জার্সি, প্যান্ট, বালিকাদের ট্রাউজার, বল দেওয়া হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলসমূহকে ট্রফিসহ নগদ অর্থ প্রদান করা হবে। ফাইনালে উন্নীত দলের খেলোয়াড়দের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। ফাইনাল খেলায় বালক–বালিকাদের থেকে একজন করে সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ টুর্নামেন্ট থেকে ২৫ জন করে বালক এবং বালিকা খেলোয়াড় বাছাই করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামীতে আরো বেশি সংখ্যক স্কুলকে নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তানজিনা রহমান, সমন্বয়ক মাসুদ বাবু, আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ, সুমন সাহা, মোহাম্মদ সোহেল হোসেন, সাইফুল ইসলাম, লালত্লান সাংবম, লংগন মুরং, রুবেন প্রমুখ। উদ্বোধনী দিনের বালকদের একটি এবং বালিকাদের দুটি খেলা অনুষ্ঠিত হবে।