চলতি বছর এক টেলিভিশন অনুষ্ঠানে ছোটবেলার কষ্টের কথা জানিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা এবং নায়ক অনন্ত জলিলের সহধর্মিণী বর্ষা। সাধারণ পরিবারে বড় হয়েছেন তিনি। অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কেটেছে তার। খবর বাংলানিউজের।
তবে বর্তমানে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। এখন ছুটিতে নানা দেশে ঘুরে বেড়ান। নায়ক অনন্ত জলিল ও স্ত্রী অভিনেত্রী বর্ষা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবসর সময় কাটাচ্ছেন। সেখানকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ দম্পতি। অনন্ত জলিল ছবির ক্যাপশনে লেখেন, ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত -বর্ষা এখন ইস্তাম্বুল শহরে। সামাজিকমাধ্যমে এই তারকাজুটির ছবি অনুরাগীদের মন জুড়াচ্ছে। এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছুটে গিয়েছিলেন তারা।