ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে : ফখরুল

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে; এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো দুইএকটা আমরা মনে করেছি, সেটা আমরা গতকাল তার (সিইসি) সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে, এই নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ মন্তব্য করেন ফখরুল। ভোটে সমান সুযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের কোনো অভিযোগ আমাদের নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ আমরা কবর জিয়ারত করতে এসেছি, শ্রদ্ধা জানাতে এসেছি। একইসঙ্গে আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানিয়েছি। তার পাশেই শুয়ে আছেন আরেকজন ক্ষণজন্মা অপরাজেয় মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধচানখাঁরপুলে ৬ হত্যা : রায় আজ