ইসহাক চৌধুরী আলীম ছিলেন সবার হৃদয় জয় করা নেতা

বাকলিয়া বিএনপির শোকসভায় আমির খসরু

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসহাক চৌধুরী আলিমের অকাল মৃত্যুর সংবাদ ছিল আমাদের জন্য ভীষণ কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে তিনি নিজেকে মহানগর বিএনপির নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি সবার হৃদয় জয় করা একজন নেতা ছিলেন। ইসহাক চৌধুরী আলীম চট্টগ্রামের রাজনীতিতে চিরস্বরণীয় হয়ে থাকবেন।

তিনি গতকাল মঙ্গলবার বাদে আসর দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরে ইসহাক চৌধুরী আলিমের মৃত্যুতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিল শেষে তিনি ইসহাক চৌধুরী আলিম ও করোনায় মৃত্যুবরণকারী বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনের বাসভবনে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আলীমশাহীন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তারা শহীদ জিয়ার নীতি ও আদর্শে আস্থাশীল হয়ে বিএনপি ও ছাত্রদলকে সুসংগঠিত ও গতিশীল করতে যে অবদান রেখেছেন নেতাকর্মীরা তা কোনোদিন ভুলবে না। তারা তাদের রাজনৈতিক কর্মের মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। দলের প্রতি তাদের অবদানকে আমরা আজীবন স্মরণে রাখবো।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু। উপস্থিত ছিলেন নুুরুল আকতার, এম আই চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন
পরবর্তী নিবন্ধচবিতে ১৭ ছাত্রলীগ নেতাকর্মীসহ ১৮ শিক্ষার্থী বহিষ্কার