গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত ফাহাহিলের উদ্যোগে আয়োজিত ফাহাহিল টাক্কারা সেমিনার হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দোয়া মাহফিল ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা কামারুল হাসান ও আনজুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ সাহেব, মাওলানা কাউসার আহম্মদ, হাফেজ মাওলানা দিদারুল ইসলাম, সভাপতি খিজিল শাখা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ও সাইদুল হক সাইদ। এতে সভাপত্বিত করেন ফাহাহিল শাখার সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নিজাম। যৌথভাবে সভা পরিচালনা করেন দেলোয়ার হোসেন লেদু এবং সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার এবং মোহাম্মদ শফি। এতে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মো. আনসুর, মো. ফোরকানসহ সভাপতি সৈয়্যদ আহমদ, মোহাম্মদ পারভেজ, কামাল, ঝিনুক। বক্তারা বলেন, ঈমানের মূল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। অন্যদিকে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত ছিলো আল্লাহর নির্দেশ, রণকৌশল ও হিকমত। অথচ মুসলিম বেশধারী মুনাফিকরা বলে বেড়াচ্ছে হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভয়ে পালায়ন করেছেন, নাউজুবিল্লাহ। বক্তারা সুফিবাদের মাধ্যমে ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি জেনে সত্যিকার মোমিন হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












