খলিফায়ে গাউসুল আজম শাহসুফি আল্লামা হাফেজ ক্বারী ইয়াকুব আলী শাহ মাইজভাণ্ডারী (ক) প্রকাশ ফকির মাওলানার ৭১ তম বার্ষিক ওরশ উপলক্ষে শান্তিপূর্ণ সমাজ গঠনে আউলিয়াদের ঐতিহাসিক অবদান শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটিয়া হুলাইন ইয়াকুব ভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশিন শাহসুফি ফরিদ আহমদ আলকাদেরী আলহাসানী আলমাইজভাণ্ডারী (ম.জি.আ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা জাফর উল্লাহ। অনুষ্ঠানে শাহসুফি মাওলানা ইয়াকুব আলী মাইজভাণ্ডারী (ক.) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সভায় বক্তারা বলেন, এদেশে ইসলাম এসেছে সুফি ওলী বুজুর্গদের মাধ্যমে। ইসলামের মানবিক দর্শন, সৌন্দর্য, শান্তি সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে তারা ইসলামের দিকে মানুষকে ফিরিয়ে আনেন। বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব ভাণ্ডার দরবারের মুন্তাজেম শাহজাদা শাহসুফি মুহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া)। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়াকুব ভাণ্ডার দরবারের নায়েবে সাজ্জাদানশিন শাহজাদা মুহাম্মদ নিজামুল করিম ইয়াকুবী সুজন। মুহাম্মদ আমান উল্লাহ ও মুহাম্মদ আসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গবেষক মাওলানা গোলাম মুস্তফা মুহাম্মদ শায়েস্তা খান আল আজাহারী, ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক গবেষক মাওলানা মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ–দীন, লেখক নেছার আহমদ খান, সাংবাদিক এস.এম. আকাশ। উপস্থিত ছিলেন মুহাম্মদ নুর করিম চৌধুরী, শাহজাদা এবিএম ছিদ্দিক উল্লাহ, মুহাম্মদ সাইফি, মুহাম্মদ রিজভী, মুহাম্মদ ইশতিয়াক, মুহাম্মদ মুশতাক, চৌধুরী মুহাম্মদ শিবলু, মহিউদ্দিন খান, মুহাম্মদ ইয়াছিন খান, মাওলানা মাসুদ পারভেজ প্রমুখ। মাওলানা মাসুদ পারভেজের পরিবেশনায় মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।