ইসলামের মহান সংস্কারক ছিলেন আ’লা হযরত আহমদ রেযা (রা.)

পূর্ব নাসিরাবাদে ওরশ মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:৪১ পূর্বাহ্ণ

আন্‌জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইমাম আহমদ রেযা খাঁনের (রা.) ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশে আ’লা হযরত গত ২৮ সেপ্টেম্বর পূর্ব নাসিরাবাদ খানকায়ে রযভীয়া তৌছিফিয়ায় অুনষ্ঠিত হয়।

আন্‌জুমানের নির্বাহী চেয়ারম্যান আল্লামা কাযী সাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। তিনি বলেন, আ’লা হযরত খোদা প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। দেড় সহস্রাধিক গ্রন্থ রচনা করে তিনি ইসলামের বহুমুখী সংস্কার করেন। এজন্য তাঁকে শতাব্দীর মহান সংস্কারক বলা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আল্লামা ওবাইদুন নাছের নঈমী, আল্লামা সোলায়মান রেজভী। প্রধান বক্তা ছিলেন আ’লা হযরত গবেষক আল্লামা শামসুল আলম নঈমী।

স্বাগত বক্তব্য রাখেন আন্‌জুমানের মহাসচিব সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। সংগঠনের দপ্তর সচিব এইচএম নেজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এয়াছিন রেজভী, মাওলানা নূর মুহাম্মদ আলকাদেরী, মুহাম্মদ নিজাম উদ্দীন, মহানগর আন্‌জুমানের সভাপতি মুহাম্মদ আলী, সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা হেলাল উদ্দীন রেজভী, লোকমান আকবর চৌধুরী, আহাদ উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াছ রেজভী, আশেকে মোস্তফা দিদার, হাফেজ সাখাওয়াত হোসাইন, অসিউর রযা নূরী মিয়া, নিজাম উদ্দিন সবুজ, মুহাম্মদ মহসিন, রায়হান রেযা, আবু আব্বাস, আরাফাত উল্লাহ রেজভী, ইফতেখার উদ্দীন চৌধুরী প্রমুখ। পরে অনুষ্ঠানের সভাপতি মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচৌধুরী সখিনা আনোয়ার
পরবর্তী নিবন্ধবন্ধ দোকান খুলতে সুজনের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা