ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে হলে ইসলামিক ফ্রন্টই একমাত্র বিকল্প হতে পারে। ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলামিক ফ্রন্টের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন- ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন-ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন- যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান। বক্তব্য দেন স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা ছালেহ আহমদ আনসারী, আব্দুর রহমান মান্না, স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।