ইসলামে তাকওয়া অর্জনের গুরুত্ব্ব ও প্রয়োজনীয়তা

ফখরুল ইসলাম নোমানী | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

তাকওয়া আরবি শব্দটির আভিধানিক অর্থ ভয় করা। পরিভাষায় তাকওয়া বলতে মানব মনের এমন এক প্রবৃত্তিকে বোঝায় যা মুমিন ব্যক্তিকে সর্বদা আল্লাহর ভয়ে ভীত রাখে। সে সদা সর্বদা এই ভয়ে ভীত থাকে যে জীবনের ক্ষুদ্র কোনো কাজেও যদি আল্লাহর হুকুম অমান্য করা হয় তা হলেও কিয়ামতের দিন সেজন্য জবাবদিহি করতে হবে এবং জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ইসলামী আখলাকের অন্যতম বৈশিষ্ট্য তাকওয়া। তাকওয়া বা আল্লাহভীতি মুমিন জীবনের ভূষণ। মানব জীবনে তাকওয়া এমন একটি মহৎগুণ যা মানবকে যাবতীয় কুকর্ম হতে রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে।

তাকওয়া অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর ওপর ফরজ। আল্লাহতাআলার নির্দেশ হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। (সুরা আলে ইমরান : ১২০)। তিনি আরো বলেন হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। (সুরা তাওবা : ১১৯)। আরো ইরশাদ হয়েছে হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো। (সুরা আহজাব : ৭০)। আর আল্লাহতাআলার নির্দেশ পালন করা প্রত্যেকের জন্য আবশ্যক।

তাকওয়া অর্থ আল্লাহর ভয়। যাঁর মধ্যে আল্লাহর ভয় আছে তিনি মুত্তাকি বা পরহেজগার। মুত্তাকির অপরিহার্য ৫টি বৈশিষ্ট্য হলো গায়েব বা অদৃশ্যে বিশ্বাস, সালাত কায়েম বা নামাজ প্রতিষ্ঠা, জাকাত বা পবিত্র দান, গ্রন্থ কোরআন অনুসরণ ও পূর্ববর্তী গ্রন্থগুলোর প্রতি সম্মান আর আখিরাত বা পরকালের প্রতি আস্থা বিশ্বাস। এরাই আছে সঠিক পথে এরাই হবে সফলকাম (সুরা২ বাকারা, আয়াত : )

খলিফা ওমর বিন আবদুল আজিজ (রা.)-বলেন, দিনে রোজা রাখা বা রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়; বরং তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছেন তা মানা এবং যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা।

মানবজীবনে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা :

. ব্যক্তি চরিত্র গঠনে: মানুষের ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যক্তি চরিত্র গঠনে তাকওয়ার বিকল্প নেই। যে মুমিনের হৃদয়ে তাকওয়া আছে সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়ে না এবং নির্জন থেকে নির্জনতর স্থানেও পাপ কাজে লিপ্ত হয় না। কারণ সে জানে সবাইকে ফাঁকি দেয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেয়া যায় না। তাই চরিত্র গঠনে তাকওয়া একটি সুদৃঢ় দুর্গস্বরূপ।

. ইবাদতের মূল বস্তু: তাকওয়া হচ্ছে ইবাদতবন্দেগীর মূল বস্তু। ইবাদতের আনুষ্ঠানিকতার কোনো মূল্য নেই যদি সেখানে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকে। যেমন আল্লাহর ঘোষণা আল্লাহর নিকট তোমাদের কুরবানীর গোশত রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু এ থেকে অর্জিত শিক্ষা সংযমের অভ্যাস তাকওয়া। (সূরাআলহাজ্জ : ৩৭)

. ঈমানের পরিপূর্ণতা: আল্লাহ তায়ালাকে যথাযথভাবে ভয় না করলে ঈমানের পরিপূর্ণতা আসে না। তাই আল্লাহ তাকওয়া অর্জনের নির্দেশ দিয়ে ঘোষণা করেন হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে মৃত্যু বরণ করো না। (সূরাআল ইমরান : ১০২)

. আল্লাহর সান্নিধ্য লাভ: আল্লাহর সান্নিধ্য নৈকট্য ও সহায়তা লাভের জন্য তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। আল্লাহ বলেন: তোমরা আল্লাহকে ভয় কর। কেননা জেনে রেখ আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। (সূরাআল বাকারাহ : ১৯৪)

. মর্যাদার মাপকাঠি: আল্লাহর নিকট তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা লাভের মাপকাঠি। আল্লাহ ঘোষণা করেন: তোমাদের মধ্যে সে ব্যক্তিই বেশি মর্যাদাবান, যার মধ্যে বেশি তাকওয়া আছে। (সূরাআল হুজুরাত : ১৩)

. জীবনের সাফল্য: তাকওয়ার গুণই মানুষের ইহপরকালীন জীবনে সামগ্রিক সাফল্য বয়ে আনবে। আল্লাহ বলেন: নিশ্চয়ই তাকওয়াবানদের জন্যে রয়েছে সফলতা। (সূরা আননাবা : ৩১)

. আত্মার পরিশুদ্ধি: মানুষের আত্মার পরিশুদ্ধি ও পরিশোধনের জন্য তাকওয়া একান্ত অপরিহার্য। হৃদয়ে তাকওয়া থাকলে সে মানুষ কোনো অন্যায়অশ্লীল কাজ করতে পারে না এবং কোন পাপ চিন্তা তার আত্মাকে কলুষিত করতে পারে না।

. নিষ্ঠায়: তাকওয়া ব্যক্তি মানুষের চরিত্রে তার আকীদাবিশ্বাসে, কাজকর্মে আচারআচরণে ইবাদতবন্দেগীতে এবং দায়িত্ব পালনে নিষ্ঠার সৃষ্টি করে। তাই সে হয় সকল কাজে অতীব আন্তরিক ও নিষ্ঠাবান।

. ঈমানের মজবুতি: তাকওয়া মানুষের ঈমানের মজবুতি ও পূর্ণতা এনে দেয়। যে ব্যক্তি যত তাকওয়া সম্পন্ন, তার ঈমান তত বেশি মজবুত। সে জীবনেমরণে কখনো তাকওয়া থেকে এতটুকু বিচ্যুত হয় না। সে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে এবং তাকওয়ার সাথে জীবনযাপন করে।

১০. জাহান্নাম থেকে পরিত্রাণ: তাকওয়া মানুষকে জাহান্নামের ভয়াবহ কঠিন শাস্তি হতে মুক্তি দান করে। মহানবী (সা.)- এ বিষয়ে বলেন : জ্ঞানবিজ্ঞানের মূল হলো আল্লাহর ভয়। তিনি আরো বলেন সে দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না : () যে চোখ আল্লাহর ভয়ে অশ্‌রু ঝরায় () আর যে চোখ আল্লাহর রাস্তায় পাহারায় রত থেকে কাঁদে।

১১. জান্নাতে দুটি উদ্যান লাভ: মুত্তাকীরা নিশ্চিতভাবে জান্নাত লাভ করবে তাকওয়ার মানদণ্ড অনুযায়ী কেউ কেউ দুটি উদ্যান লাভে ধন্য হবে। আল্লাহ বলেন : যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য দুটি উদ্যান রয়েছে। (সূরাআলরাহমান : ৪৬)

একবার হজরত উবাই ইবনে কাব (রা.)-কে হজরত ওমর (রা.)-তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন হে ওমর পাহাড়ের দুই ধারে কাঁটাবন মাঝখানে সরু পথ। এই অবস্থায় কীভাবে চলতে হবে। হজরত ওমর (রা.)-জবাব দিলেন সাবধানে পথ চলতে হবে গায়ে যেন কোনো কাঁটা না লাগে। হজরত কাব (রা.)-বললেন এটাই তাকওয়া।

আসুন আমরা সবাই যদি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্য সত্য ও ন্যায়ের পথে চলি মানুষ হিসেবে মানবিক দায়িত্ব ও কর্তব্যগুলোর প্রতি আত্মসচেতন হই আল্লাহর নির্দেশ মান্য করি সমাজে অন্যায়অসত্য ও অকল্যাণের পথ বর্জন করে চলি তাহলে নিশ্চয়ই আমরা মুত্তাকি হতে পারব। আল্লাহতাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তাওফিক দান করুন। আমিন।

লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধবিক্রম
পরবর্তী নিবন্ধবাংলায় প্রাচীন মুসলমান পরিবারের একটা চিত্র