আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান ও ইসলামী সংস্কৃতি পরিষদের উপদেষ্টা আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী বলেছেন, ফিলিস্তিনি নারী–শিশুরা আজ জঘন্যভাবে গণহত্যার শিকার। অবিলম্বে এদের বাঁচাতে হবে। ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং শবে বারাতের ব্যাপারে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ৯ মার্চ নগরীর মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় ইসলামী সংস্কৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা আশরাফী একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ অহিদুল আলম। বক্তারা ইহুদী পণ্য বয়কট করার আহবান জানান। পরিষদের অর্থ সচিব সাংবাদিক এম এ আক্কাছ নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা সদস্য লেখক, গবেষক–সংগঠক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সাংবাদিক আবসার মাহফুজ, মাওলানা সৈয়দ মুহাম্মদ জুননুরাইন, সাংবাদিক গোলাম ছরোয়ার, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, মাওলানা আছহাব উদ্দিন মজিদী, অ্যাডভোকেট এডিএম আরুছুর রহমান আরুছ, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা জমির হোসাইন ক্বাদেরী, মাওলানা আবদুস শাকুর, মাওলানা করীম উদ্দীন নূরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ইশতিয়াক রেজা, মাওলানা আবদুল আজীজ রজভী, মাওলানা আবদুল্লাহ আল মাসুম, মাওলানা হাফিয কারী খাইরুল আনোয়ার, মাওলানা আবদুল আউয়াল ফোরকানী, মাওলানা শরফুদ্দীন আকবরী, হাফিয কারী মাওলানা মাসুম মুহাম্মদ ইমরান, মুহাম্মদ হাসান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং ফিলিস্তিনি মুসলমানদের পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।