ইসলামী ফ্রন্ট প্রার্থীর ২২ দফা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ ফারুক বাহাদুর গত বুধবার দুপুরে নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উন্মুক্ত স্থানে ডাস্টবিন নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ স্থানে নালা স্থাপন, পাড়া, মহল্লা ও আবাসিক এলাকাসমূহ আধুনিকায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের তালিকা তৈরি করে বৃত্তি প্রদান ও আর্থিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য প্রসারে কলকারখানা স্থাপনে সহযোগিতা, কৃষকদের উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, সকল সরকারি অনুদান সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সমবণ্টন, ওয়ার্ড ভিত্তিক শালিসি টিম গঠন করে জায়গা জমি সংক্রান্ত বিরোধ এবং বিভিন্ন ঝগড়া, মারামারি তাৎক্ষণিক মীমাংসা, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল হাকিম, পীরজাদা খাজা মোবারক আলী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা সোহাইল উদ্দীন আনসারি, আবু জাফর, মুহাম্মদ মারুফ রেজা, রিদুয়ান সাজ্জাদ, মুহাম্মদ এহসান, মোহাম্মদ এনামুল হক, হাসান মুরাদ পারভেজ, মাওলানা ফরহাদ উদ্দীন, আইয়ুব আলী, মুহাম্মদ সায়েম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবক নুরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ২১ দফা ইশতেহার এলডিপি প্রার্থীর