বোয়ালখালী বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল ছাত্রসেনার নেতা সাবিদুল ইসলাম সাজ্জাদের খুনিদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার আছিয়া খাতুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (থানা) আব্দুল করিমের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি এম রবিউল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক উদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল ইসলাম ক্বাদেরী ও অর্থ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
        











