ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার কর্মী সম্মেলন গত ৪ নভেম্বর আজাদী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রসেনার সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা সভাপতি মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম। প্রধান অতিথি বলেন,বর্তমানে যুব সমাজের মাঝে অবক্ষয় প্রবণতা বাড়ছে। যুব তরুণরা আজ প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার হয়ে নিজেদের জীবনকে অর্থহীন করে তুলেছে। তিনি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী ফ্রন্টের সকল কর্মসূচি সফল করতে ছাত্রসেনার কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আগামী ২৫ নভেম্বর লালদীঘি ময়দানে অনুষ্ঠেয় ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। মুহাম্মদ নওশাদ হোসেন তুহিন ও মিজানুর রহমান মুন্নার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, এস.এম জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আবেদী, অ্যাডভোকেট এডিএম আরুছুর রহমান, ইউসুফ বাবুল, শহীদুল্লাহ্ কায়সার, তারেক আলম, রবিউল হোসেন সুমন, মুহাম্মদ ফারুক হোসাইন, আবু আহমদ সওদাগর, আবদুল মোতালেব, এস.এম নজরুল ইসলাম, মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ হোসেন উদ্দীন, আলমগীর হোসেন মামুন, গিয়াস আনসারী, খোরশেদুল আলম, নুরুল ইসলাম, ডা. মোরশেদ, আবদুর রহমান বাবর, হাসান কুতুবী, আফাজ উল্লাহ, তাঈব রুবেল, জাহেদ,আকরাম, আরমান, নাঈম উল্লাহ জিসান, ফয়সাল, আলা উদ্দীন, মুহাম্মদ জিকু, ফরহাদুল ইসলাম, ফারুক, সাব্বির, হামিম, রায়হান, জিসান, মুহাম্মদ নয়ন প্রমুখ।শেষে র্যালি আজাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।