ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম নহানগরের উদ্যোগে নগর সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর আল ইসহাক অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুহাম্মদ শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মুমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইসিএবির সাবেক কেন্দ্রীয় সহ–সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন; আইসিএবির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ফয়জুল ইসলাম। সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি ২০২৫–২৬ সালের কমিটি বিলুপ্ত করে ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন: সভাপতি এম এইচ আব্দুল কাদের, সহ–সভাপতি মুহাম্মদ আব্দুল মুমিত ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহরিয়ার হোসেন। সম্মেলনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












