ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে নারীর প্রতি সহিংসতা হ্রাস পাবে

রজভীয়া নূরীয়া কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

‘নারী সহিংসতা ও পারিবারিক বিচ্ছেদ প্রতিরোধে ইসলামী অনুশাসন ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান গতকাল রবিবার নগরীর মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। তিনি বলেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতি ও ইসলামী অনুশাসন না থাকায় নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক বিচ্ছেদ দিন দিন বাড়ছে। ইসলামে নারীকে মাতৃত্বের মর্যাদা দিয়েছে।
নারীর প্রদত্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছে ইসলাম। তাই নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে ইসলামী অনুশাসনের পাশাপাশি প্রচলিত আইনের কঠোর প্রয়োগ করতে হবে। রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান নুরুল হক কোম্পানির সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাউছার হামিদ। প্রধান বক্তা ছিলেন গবেষক কলামিস্ট অধ্যাপক ডক্টর মাসুম চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, আহত ১
পরবর্তী নিবন্ধমোহিনী বালা বড়ুয়া